শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

খুলনায় লাল-সবুজের দোতলা সিটিবাস চালু

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনা মহানগরীতে লাল-সবুজ রঙের বিআরটিসি’র দ্বিতল সিটি বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দ্বিতল বাসের যাত্রার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরীতে দীর্ঘদিন যাবত গণপরিবহন সংকট থাকায় জনগণের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
খুলনা জেলা প্রাশসক মোঃ নাজমুল আহসান জানান, প্রথম পর্যায়ে ৫টি দ্বিতল বাস নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়েলমোড়, ফেরিঘাট, পাওয়ার হাউস মোড়, জোড়াগেট, দৌলতপুর, ফুলবাড়িগেট হয়ে ফুলতলা পর্যন্ত চলাচল করবে। প্রতিটি বাসে আসন সংখ্যা ৭৫। বাসগুলোতে রূপসা-ফুলতলা জনপ্রতি ভাড়া মাত্র ৩০ টাকা। এছাড়া মধ্যবর্তী এক স্টেশন থেকে অন্য স্টেশনের ন্যূনতম জনপ্রতি যাত্রী ভাড়া ৫ টাকা। বাসগুলো ২০ থেকে ২৫ মিনিট পরপর নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক ৫টি বাস চলবে। যাত্রীসংখ্যা সন্তোষজনক হলে পরবর্তীতে আরও ৫টি বাস চালু করা হবে।
শুক্রবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দ্বিতল বাসের যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, কেসিসি ও কেএমপি’র প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্রেনের ধাক্কায় যুবক নিহত
খুলনায় চলন্ত ট্রেনের ধাক্কায় শুক্রবার সকাল ৯টার দিকে মোঃ রায়হান (২২) নামে এক যুবক নিহত হয়েছে। দৌলতপুর বাজার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক স্থানীয় মোল্যা শপিং কমপ্লেক্সের একটি বোরকার দোকানের কর্মচারী। খুলনা রেলওয়ে (জিআরপি) থানার এস আই গৌতম কুমার পাল জানান, রায়হান দৌলতপুর বাজার রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে বেশ কিছুদূর ছিটকে পড়ে মাথায় প্রচÐ আঘাত পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন