অধ্যাদেশ পরিবর্তনসহ ৬দফা দাবিতে দ্বিতীয়দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন ও বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এর আগে কতৃপক্ষ মৌখিকভাবে তাদের দাবি বিবেচনার কথা বললেও লিখিত অঙ্গীকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
জানা যায়, ৬দফা দাবিতে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিশ^বিদ্যালয়ের প্রক্টর ও ইনস্টিটিউটের পরিচালক বিষয়টি বিবেচনা করবেন বলে মৌখিকভাবে আশ^াস দেন। তবে আন্দোলনকারীরা মৌখিক আশ^াসে সন্তুষ্ট হতে পারেননি। যার ফলে দ্বিতীয়দিনের মত ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন।
ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মইনউদ্দীন দৈনিক ইনকিলাবকে বলেন, দুইটা সেমিস্টারে পরীক্ষা ছিল কিন্তু কেউ পরীক্ষাতে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন