মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

১৩ লক্ষাধিক শিক্ষার্থীর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন আবেদন করেনি দেড় লাখ ছাত্রছাত্রী

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলতি বছর মাধ্যমিকে (এসএসসি, দাখিল) উত্তীর্ণ ১৩ লাখ এক হাজার ৯৯ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছেন। তবে এ বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোট শিক্ষার্থীদের মধ্যে দেড় লাখ শিক্ষার্থী ভর্তির জন্য কোনো আবেদনই জমা দেননি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীন গতকাল এ তথ্য জানান। তিনি জানান, সর্বশেষ সময় পর্যন্ত ১৩ লাখ এক হাজার ৯৯ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য ৪৪ লাখ ৯২ হাজার ২২২টি আবেদন করেছে। পূর্ব ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে কলেজ ভর্তির আবেদন জমা নেওয়ার সময় শেষ হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার চার দফা সময় বৃদ্ধি করে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। আর শুক্রবার সকাল ১০টার মধ্যে যেসব শিক্ষার্থী টাকা জমা দিয়েছিলেন তাদেরকে বিশেষ বিবেচনায় এদিন বিকাল ৩টা পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়। আশফাকুস সালেহীন জানান, এবার একাদশে ভর্তির জন্য অনলাইনে নয় লাখ ৩৭ হাজার ৯৪৭ জন এবং এসএমএসে চার লাখ পাঁচ হাজার ৮৬৮ জন আবেদন করেন। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন উত্তীর্ণ হয়। কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ১৩ লাখ এক হাজার ৯৯ জন। এই হিসাবে মাধ্যমিক-উত্তীর্ণ এক লাখ ৫১ হাজার ৫০৬ জন এবার কলেজ ভর্তির আবেদন করেননি। এ বিষয়ে কলেজ পরিদর্শক আশফাক বলেন, আগের অভিজ্ঞতায় দেখে যায়, প্রতি বছরই এক লাখের উপর শিক্ষার্থী এদিক-ওদিক চলে যায়। কিছু শিক্ষার্থী ঝরে পড়ে, কিছু পলিটেকনিকে যায়। তিনি বলেন, একাধিক কলেজের জন্য আবেদন করার সুযোগ থাকায় এবার মোট ৪৪ লাখ ৯২ হাজার ১৪০টি আবেদন পড়েছে। এর মধ্যে অনলাইনে ৪০ লাখ ৪৯ হাজারর ৭৮০টি এবং এসএমএসে চার লাখ ৪২ হাজার ৩৬০টি আবেদন জমা দেন শিক্ষার্থীরা। টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএসে আবেদন ফি জমা দিয়ে ইন্টারনেট অথবা এসএমএস করে শিক্ষার্থীদের একাদশে ভর্তির আবেদন করতে হয়েছে। এবার কলেজে ভর্তিতে অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০টি এবং এসএমএসের মাধ্যমে আরও ১০টি-সহ মোট ২০টি কলেজে আবেদনের সুযোগ ছিল। একজন আবেদনকারী যতগুলো কলেজকে তার পছন্দক্রমে রাখছেন, সার্ভারে ততটি আবেদন হিসাব করা হচ্ছে। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের প্রথম দিন ২৬ মে শুরুর কয়েক ঘণ্টা টেলিটকের মাধ্যমে এসএমএসে ফি জমা দিতে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। অবশ্য পরে আর জটিলতার অভিযোগ পাওয়া যায়নি। গতবছর আবেদন জমা দিতে কোনো সমস্যা না হলেও মেধা তালিকা প্রকাশ করতে গিয়ে সার্ভার জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের তিন দিন পর শিক্ষার্থীরা ওই তালিকা দেখার সুযোগ পান। আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, আগামী ১৬ জুলাই কলেজে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবার। আসনের বিপরীতে নির্বাচিত তালিকা থেকে ১৮ থেকে ২২ জুন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২৩ থেকে ৩০ জুন। আগামী ১০ জুলাই একাদশে ক্লাস শুরুর পর ১০ থেকে ২০ জুলাই বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। এক বিজ্ঞপ্তিতে আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত প্রতিটি কলেজে মেধা তালিকায় অথবা অপেক্ষমাণ তালিকায় ফলাফল পাবেন। রোল, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনেও ফলাফল দেখা যাবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করেও ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীরা কলেজের নোটিস বোর্ডে ফলাফল দেখতে পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন