শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাল নোট প্রতিরোধে ভিডিও প্রচারের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রমজান মাস জুড়ে জাল নোট প্রতিরোধে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্র প্রচার করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্তী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, চলতি রমজান মাসে জাল নোট প্রতিরোধে জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিওচিত্রটি পুরো রমজান মাস জুড়ে প্রতি সপ্তাহে ১ দিন সন্ধ্যার পর কমপক্ষে ১ ঘণ্টা করে প্রতিটি বিভাগীয় ও বগুড়া জেলা শহরের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বা রাস্তার মোড়ে প্রচার করতে হবে। এছাড়া ব্যাংকের শাখাসমূহে স্থাপিত টিভি মনিটরে পুরো ব্যাংকিং সময়ে ভিডিওচিত্রটি প্রদর্শন করতে বলা হয়েছে। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে নোট গ্রহণের সময় ‘আবশ্যিকভাবে’ জাল নোট সনাক্তকারী মেশিন দ্বারা তা পরীক্ষা করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন