রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দাবি

প্রকাশের সময় : ১১ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাস ২০ রমজানের মধ্যে দেওয়ার দাবি জানিয়েছে সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রমজান মাসে অতিরিক্ত প্রোডাকশনের ও দীর্ঘ কর্ম ঘণ্টার এক অমানবিক চাপের সম্মুখীন হতে হয় শ্রমিকদের। অধিকাংশ কারখানা ঈদের আগের মাস থেকে সাপ্তাহিক ছুটির দিনে বে-আইনিভাবে ডিউটি করানো হয়। এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার আগে শ্রমিকরা যেন জুন মাসের পূর্ণ বেতন ও অভার টাইম পেতে পারে সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গার্মেন্টস শিল্প কঠোর নজরদারির মধ্যে রাখতে আহŸান জানান তারা।
মানববন্ধনে গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আলমগীর রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহাতাব উদ্দীন শহীদ, শ্রমিক নেতা বজলুর রহমান বাবলু, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন