শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভুটানে প্রকল্পে বিনিয়োগ করবে কানাডা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম


ভুটানের প্রকল্পে বিনিয়োগ করবে কানাডা সরকার। কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভের মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। ভুটানে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত নাদির প্যাটেল গত সপ্তাহে ভুটান সফর করেন। তিনি বলেন, তার দেশের সরকার ভুটানের তিনটি প্রকল্পে ২.৭ মিলিয়ন বিনিয়োগ করবে, যে প্রকল্পগুলো চলতি বছরে বাস্তবায়িত হবে। স্বাস্থ্যসেবা, দক্ষতা বৃদ্ধি ও লিঙ্গকেন্দ্রিক সরকারী সেবা বৃদ্ধির মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে এই তহবিল ব্যবহার করা হবে। ভুটান ক্যান্সার সোসাইটি, হ্যান্ডিক্র্যাফ্টস অ্যাসোসিয়েশান অব ভুটান এবং রয়্যাল ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টকে এই তহবিল দেয়া হবে। রাষ্ট্রদূত বলেন যে, তারা একই সাথে ভুটানকে প্রযুক্তিগত সহযোগিতা দেয়ার বিষয়টি নিয়েও ভাবছেন। ‘এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে কিন্তু আমরা এর মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছি’। তিনি বলেন যে কানাডার আন্তর্জাতিক সহায়তা অগ্রাধিকার এবং আন্তর্জাতিক নারীবাদী সহায়তা নীতিমালা অনুসারে এই প্রকল্পগুলো বাছাই করা হয়েছে। এর অধীনে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং মাতৃকালীন স্বাস্থ্যসেবার মতো খাতগুলোকে গুরুত্ব দেয়া হয়। সূত্র : এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন