শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু বাঙালির অন্তরে চির অম্লান হয়ে থাকবে

আলোচনা সভায় মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

বঙ্গবন্ধু বাংলাদেশ আজ অভিন্ন সত্ত¡ায় পরিণত হয়েছে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার নীতি আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধুর নাম এ দেশে কোটি কোটি বাঙালির অন্তরে চির অ¤øান ও অক্ষয় হয়ে থাকবে।

গতকাল বুধবার রেলওয়ে শ্রমিকলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রমিকলীগের প্রধান উপদেষ্টা মো. সিরাজুল্লাহর সভাপতিত্বে সভায় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, চসিক কাউন্সিলর মো. হোসেন হিরণ, মো. গিয়াস উদ্দিন, জহুরুল আলম জসিম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন