শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

স্ত্রীর দিকে কুনজর দেয়ায় খুন

চট্টগ্রামে কলেজছাত্র খুনের ঘটনায় বন্ধু গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

স্ত্রীর দিকে কুনজর দেওয়ায় বন্ধুকে গলা কেটে খুনের কথা স্বীকার করেছেন এক যুবক। নগরীর চকবাজার থানার ডিসি রোডের আবু কলোনীর বাসায় কলেজ ছাত্র শাখাওয়াত হোসেন ফাহিম খুনের ঘটনায় তার বন্ধু মো. আরিফকে পাকড়াও করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আরিফ জানায়, একসঙ্গে বাসায় বসে আড্ডা দিতো তারা। স্ত্রী বাসায় না থাকলে মাঝে মধ্যে ইয়াবা সেবনও করতো।

এ সময় প্রায়ই তার স্ত্রীকে নিয়ে বাজে কথা বলতো ফাহিম। আর এতে ক্ষুদ্ধ হয়েই ফাহিমকে গলা কেটে খুন করেছে বলে স্বীকার করে আরিফ। গতকাল বুধবার নগরীর মোমিন রোডের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান।

গত ২৩ আগস্ট ডিসি রোডের আবু কলোনীর পাশে আবুল কাশেমের বাড়ির দ্বিতীয় তলার পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে শাখাওয়াত হোসেন ফাহিমের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার আরিফ ডিসি রোডের মো. খোকন ওরফে হেনজা ওরফে আবদুর রহমানের ছেলে। হত্যার শিকার শাখাওয়াত হোসেন ফাহিম পটিয়া উপজেলার আজিমপুর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। ফাহিম ডিসি রোডের শহিদ কমিশনার গলির বাবুল কোম্পানির বাড়িতে ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো। সে দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের প্রথম বর্ষের ছাত্র।

প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়, এ ঘটনায় আরিফ জড়িত। খুনের পর আরিফ ভোলা জেলায় তার খালার বাসায় পালিয়ে যায়। মঙ্গলবার রাতে সেখান থেকে তাকে গ্রেফতার করে গতকাল চট্টগ্রাম নিয়ে আসা হয়। উপ-কমিশনার এসএম মেহেদী হাসান বলেন, স্ত্রীকে নিয়ে বাজে কথা বলায় ক্ষোভ থেকে মূলত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আরিফ। এ হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। ঘটনার দুইদিন আগেও আরিফের স্ত্রীকে নিয়ে বাজে কথা বলে ফাহিম। আরিফের কাছে ফাহিম বলেন- তার স্ত্রীর সঙ্গ পেতে চায়। ওইদিনের পর আরিফ ফাহিমকে হত্যার পরিকল্পনা করে।

২০ আগস্ট সকালে আরিফ বাসা থেকে একটি কাঁথা ও একটি ছুরি নিয়ে আবুল কাশেমের বাড়ির দ্বিতীয় তলায় টিনশেডঘেরা পানির টাংকির ওখানে যায়। ফাহিমকে সেখানে খুন করতে ডেকে আনে আরিফ। দুইজন ট্যাঙ্কির ওখানে গিয়ে আড্ডা দিতে বসে। একপর্যায়ে ফাহিমের গলায় ছুরি বসায় আরিফ। মৃত্যু নিশ্চিত করার জন্য ফাহিমের বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাত করে। পুলিশ আরিফের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Sumon Khan ২৯ আগস্ট, ২০১৯, ৪:১৬ এএম says : 0
এই রকম বদমাইশ ছেলেদের শায়েস্তা করাই উওম। তারা বন্ধু নয় জাহেল পতিতা
Total Reply(0)
Gias Uddin ২৯ আগস্ট, ২০১৯, ৪:১৯ এএম says : 0
Take mokti dowa hok.
Total Reply(0)
বৃষ্টি বর্ষা ২৯ আগস্ট, ২০১৯, ৪:২০ এএম says : 0
বন্ধু রে নিয়া একসাথে ইয়াবা খাইবা, বন্ধুর সব চেতনা জাগাইয়া দিয়া আবার তারই দোষ!!!!
Total Reply(0)
Towhidul Islam ২৯ আগস্ট, ২০১৯, ৪:২০ এএম says : 0
টাকার বস্তা নিয়ে পুলিশের পিছনে পিছনে দৌড়ানোর চেয়ে নিজের কাজটা নিজেই করে নিলো।
Total Reply(0)
Muhammad Rokon ২৯ আগস্ট, ২০১৯, ৪:২১ এএম says : 0
ঘরে কখনো বন্ধু কে নিবেন না। আপনার বোন বা আপনার স্ত্রীর সবচেয়ে বড় শত্রু আপনার সবচেয়ে কাছের বন্ধুটি
Total Reply(0)
Hira Manik ২৯ আগস্ট, ২০১৯, ৪:২১ এএম says : 0
নিশ্চয় স্ত্রী অর বন্দুর সামনে খোলামেলা চলতো>না হলে এতো সাহস পায় কই
Total Reply(0)
Farid Uddin ২৯ আগস্ট, ২০১৯, ৪:২১ এএম says : 0
কাওকে প্রানে মারা সমর্থন কেমনে করে মানুষ.....!!!
Total Reply(0)
Mehedi Hasan ২৯ আগস্ট, ২০১৯, ৪:২১ এএম says : 0
গলা না কেটে ওইটা কাটলে ভালো হতো
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন