শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভ্যানচালকের লাশ মিলল ধানক্ষেতে

দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:০৩ এএম

নিখোঁজের এক দিন পর দুপচাঁচিয়ার অটোভ্যান চালক সমজান আলী সুদ্দি (৬৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের ঝাঁঝিড়া গ্রামের মৃত সলিম সরদারের ছেলে অটোভ্যান চালক সমজান আলী সুদ্দি গত মঙ্গলবার রাতে স্থানীয় তালুচ বাজার থেকে যাত্রী নিয়ে একই এলাকার মজিবনগরে যায়। এরপরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে থানায় নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডায়রী করে। গতকাল বৃহস্পতিবার ভোরে স্থানীয় পাওগাছা কমিউনিটি সেন্টারের পিছনে ধানক্ষেতে ভ্যান চালক সমজান আলী সুদ্দির লাশ এলাকাবাসী দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে যায় এবং আংশিক পচন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তসহ হত্যার সঠিক রহস্য উদঘাটনের জন্য লাশ গতকালই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন