ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহ শহর শিবিরের সাধারণ সম্পাদক আশরাফুর আলমসহ (২০) সন্দেহভাজন আরো ১১ জনকে আটক করেছে কোতোয়ালি পুলিশ। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের সানাকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দু’টি ছাত্রবাস থেকে তাদের আটক করা হয়। আটক সন্দেহভাজন ১১ জন হলেন- রাফিম (১৯), মারুফ (১৭), শুভ (১৭), মাহফুজ (১৭), আব্দুল কাদের (২১), মুরাদ (১৫), জয় (১৮), সুজাত (১৯), অলিউল্লাহ (১৯), দুর্জয় (১৭) ও শামীম (১৮)।
মন্তব্য করুন