কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা : ইটনায় নিখোঁজের তিন দিন পর মো. ফারুক ভূঞা (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যায় উপজেলার থানেশ্বর কবরস্থানের উত্তর পাশের হাওর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।নিহত মো. ফারুক ভূঞা উপজেলার রায়টুটী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবদুল আহাদ ভূঞার ছেলে। সে একটি সিগারেট কোম্পানিতে চাকুরী করতো। নিহতের মাথা, গলায় ও মুখে আঘাতের চিহ্ন ছাড়াও তার মুখে কোন দাঁত পাওয়া যায়নি বলে নিহতের বাবা মো. আবদুল আহাদ ভূঞা জানিয়েছেন। তিনি আরও জানান, অনেক খোঁজাখুজির পরও ফারুকের কোন খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার বিকালে পার্শ্ববর্তী থানেশ্বর কবরস্থানের উত্তর পাশের হাওরে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বাদলা তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন