নিরাপদ নৌ পথে দক্ষিণাঞ্চলের ১৭ জেলার যাত্রী সাধারণের সীমাহীন কষ্ট লাঘবে মজু চৌধুরী ও ইলিশা ঘাটকে ‘নদী বন্দর’ ঘোষণার দাবি জানানো হয়েছে। গতকাল (শনিবার) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ভোলা জেলা সমিতি-চট্টগ্রামের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জহুর আহমেদ সওদাগর। এতে প্রধান অতিথি ছিলেন চবি’র সাবেক ডীন ড. এম. মনজুর মোর্শেদ মাহমুদ।
বক্তব্য রাখেন চবি’র সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক, চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী মো. নোমান, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা আবুল খায়ের, সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম ফারুক প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন