নওগাঁয় পুলিশী বাঁধায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করতে চাইলে পুলিশী বাধায় তা পন্ড করে দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় বসে পড়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান হাফিজ, যুগ্না আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ও এ্যাডঃ এজেডএম রফিকুল আলম রফিকসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু ও আমিনুল হক বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, আহবায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ও রবিউল আলম বুলেট, মোফাখখারুল ইসলাম তারা, আবু রুশদ চৌধূরী, শেখ আব্দুস শুকুর, জেলা মৎসজীবি দলের সভাপতি আমিনুর রহমান বিন্টু, সাধারন সম্পাদক রুস্তম আলী, জেলা কৃষক দলের আহবায়ক রেজাউল আলম বাগী, সাবেক এমপি ও জেলা মহিলাদলের আহবায়ক রায়হানা আকতার রনি, সদস্য সচিব শবনম মোস্তারী কলি, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ ও সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন সাধারন সম্পাদক মাসুম বিন দোহাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে নেতাকর্মীরা সকাল ১০টা থেকে দলীয় কার্যালয়ে বিভিন্ন ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে গোটা শহর মুখরিত করে তোলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন