শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে

আসামের নাগরিক তালিকা বিশ্বাস করে না বিজেপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আসামের প্রকাশিত চ‚ড়ান্ত নাগরিক তালিকা বিশ্বাস করে না বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। শনিবার সংস্থাটির আসাম অঞ্চলের প্রধান রণজিৎ কুমার এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তিনি বলেন, শুধুমাত্র আসামকে কেন্দ্র করে করা এই তালিকায় তারা বিশ্বাসী না। কয়েক দফা খসড়া প্রকাশের পর শনিবার প্রকাশ হয়েছে আসামের চ‚ড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ মানুষ। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে বাদ পড়া এসব মানুষকে এখনই বিদেশি ঘোষণা করা হবে না। তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই তাদের নাগরিকত্বের বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপির আসান প্রধান বলেন, ‘আমরা এই তালিকা বিশ্বাস করি না। আমরা খুবই অখুশি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে আমরা অনুরোধ জানাই যেন জাতীয় পর্যায়ে একটি তালিকা করা হয়। এর আগে আসামের চ‚ড়ান্ত নাগরিক তালিকা প্রকাশের পর রাজ্যটির অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এনআরসি নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। তিনি দাবি করেছেন, আরও বেশি অবৈধ অভিবাসীর তালিকা থেকে বাদ পড়ার কথা। রাজ্য থেকে সব বিদেশিদের তাড়িয়ে দিতে তাদের দল কাজ করে যাবে। এদিকে শনিবার বিকেলে কংগ্রেসের এক বিবৃতিতে বলা হয়, সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি) জেনেছে পর্যাপ্ত পারিপার্শ্বিক প্রমাণ ইঙ্গিত করছে যে চ‚ড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ ৬ হাজার ৬৫৯ জন নাগরিকের মধ্যে ভাষাভাষী ও ধর্ম নির্বিশেষে অনেকেই প্রকৃত ভারতীয় নাগরিক রয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, এনআরসি তালিকায় অনেক ক্ষেত্রে পরিবারের সবার নাম থাকলেও একই তথ্য উপস্থাপনের পরও নির্দিষ্ট দুই একজন বাদ পড়েছে। এনডিটিভি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন