শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে হোটেল কর্মচারির মৃত্যু

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩২) নামের এক হোটেল কর্মচারির মৃত্যু হয়েছে। নিহত কর্মচারি জাকির হোসেনের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার টেংরাবাড়ি গ্রামে। তার পিতার নাম কবির বেপারী। 

গত মঙ্গলবার রাতে পৌরশহরের জামতলা মোড় সংলগ্ন টাঙ্গাইল রেষ্টুরেন্টে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কর্মচারি জাকির দীর্ঘদিন ধরে গফরগাঁও পৌরশহরের প্রাণকেন্দ্র জামতলা মোড়ে টাঙ্গাইল রেষ্টুরেন্টে কাজ করছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে রেষ্টুরেন্টের কাজের ফাঁকে জাকির গ্যাস সিলিন্ডারের বোতলের ওপর রাখা ফ্যানের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন