শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএমএল মুসলিম লীগের সাথে একীভুত হয়নি -বিএমএল নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল’র সহ-সভাপতি সাবেক মেয়র সিরাজুল ইসলাম, আশিক রফিক, মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, যুগ্ম মহাসচিব কে. এম. নজরুল ইসলাম, আইন ও সংসদবিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, শ্রম ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক আমিনুর রহমান চৌধুরী জিন্নাহ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল হালিম মিয়া, কোষাধ্যক্ষ মোল্লা জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক সরওয়ার-ই-আলম খান, যুব সম্পাদক ও মহানগর আহŸায়ক ইঞ্জিনিয়ার সৈয়দ নাসরুল আহসান, সহ-সম্পাদক এডভোকেট আকতার জাহান রুকু, আজিজুর রহমান লিটন, খাজা মোঃ কামিল, দলীয় নেতা এডভোকেট আবু আলী চৌধুরী, অধ্যাপক শাহ আলম, এম.এ মোমিন, মোঃ শাহাজান, আব্দুল মতিন, যুব মুসলিম লীগ নেতা জসীম উদ্দিন প্রমুখ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, গত ২ জুন বৃহস্পতিবার দৈনিক ইনকিলাব পত্রিকায় বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল’র সভাপতি জনাব এ. এইচ. এম কামরুজ্জামান খান সম্পর্কে জোবায়দা মনোয়ারের গর্হিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, তিনি তার মন্তব্যে কল্পকাহিনীর অবতারণা করেছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, নির্বাচন কমিশন হতে দলীয় রেজিস্ট্রেশন গ্রহণের পূর্ব হতে অদ্যাবধি জনাব এ. এইচ. এম কামরুজ্জামান খান বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করিতেছেন। মুসলিম লীগ বিএমএল’র সভাপতি পদ থেকে জনাব এ.এইচ. এম. কামরুজ্জামান খানের কথিত বহিষ্কারের সংবাদে তারা বিস্ময় প্রকাশ করেন। তারা বলেন, বিএমএল বাংলাদেশ মুসলিম লীগের সাথে একীভ‚ত হওয়ার প্রশ্নই উঠে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন