বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিএনপি,জামায়াত কর্মী ও বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্তসহ মোট ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের নয় উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তবে এসময় কোন বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা বলেন, বাগেরহাটের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার সন্দেহভাজন বিএনপি’র দুজন ও জামায়াতের এক কর্মী ও বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্তসহ মোট ৫৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এসময় কোন বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। এই নিয়ে বাগেরহাটে গত ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৮৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন