শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক প্রকল্পের প্রকৌশলী নিয়োগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৪০ পিএম

রাজধানীর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) নির্মাণ প্রকল্পের জন্য নির্বাহী প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত নির্বাহী প্রকৌশলী মো. মুনির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ঢাকা শহরের উত্তরাঞ্চলের প্রবেশ মুখের যানজট কমাতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।
রাজধানীর বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ১৬ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে সাভার, আশুলিয়া, নবীনগর ও ইপিজেড সংলগ্ন শিল্প এলাকার যানজট নিরসন হবে। এছাড়াও উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ আশুলিয়া-নবীনগর-বাইপাইল হয়ে দ্রুততার সঙ্গে ঢাকায় আসতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন