শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অবশেষে কৃষি কোয়ারেন্টাইন অনুমতি মিলবে চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 চিটাগাং চেম্বারের নেতৃত্বে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পর চট্টগ্রাম থেকেই মিলছে কৃষি কোয়ারেন্টাইন অনুমতি। এখন থেকে এ অনুমতির জন্য চট্টগ্রামের আমদানিকারকদের ঢাকায় যেতে হবে না। চট্টগ্রাম অফিস থেকেই আমদানিকারকদের অনুক‚লে আইপি সনদ ইস্যুর অনুমোদন দিয়েছে সরকার।

গত রোববার চট্টগ্রাম বন্দর এলাকায় স্থাপিত জেলা কোয়ারেন্টাইন অফিসের উপ-পরিচালকের কার্যালয় থেকে চেম্বার সভাপতি বরাবর প্রেরিত এক পত্রে এ বিষয়টি জানানো হয়।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রাম থেকে পুনরায় আইপি ইস্যুর অনুমোদন প্রদান করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
তিনি ভবিষ্যতেও দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের চলমান ধারাকে ত্বরান্বিত করতে ব্যবসাবান্ধব সরকারের এ জাতীয় ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে চেম্বার সভাপতি দেশের সকল অঞ্চলের ব্যবসায়ীদের সমান সুযোগ তথা ব্যবসা সহজীকরণের লক্ষ্যে অনতিবিলম্বে আইপি ইস্যু কার্যক্রমের পূর্ণাঙ্গ অটোমেশন বাস্তবায়নের আহŸান জানান।
উল্লেখ্য, খাদ্যপণ্যসহ কৃষিজাত পণ্য আমদানির ক্ষেত্রে অনুমতির জন্য চট্টগ্রামের ব্যবসায়ীদের ঢাকা খামার বাড়িতে যেতে হতো। এতে করে আমদানিকারকদের হয়রানির শিকার হতে হতো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন