শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

খুলনা মহানগর আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : সম্মেলনের দেড় বছর পর অবশেষে খুলনা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সোহাগের পাঠানো এক ই-মেইল বার্তায় এসব তথ্য জানা যায়। গত শনিবার দলের নির্বাহী কমিটির সভায় খুলনা মহানগর আওয়ামী লীগ কমিটির অনুমোদ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক এমপিকে সভাপতি এবং আলহাজ মিজানুর রহমান মিজান এমপিকে সাধারণ সম্পাদক রেখে মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এ্যাড. চিশতী সোহরাব হোসেন শিকদার, কাজি আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মোল্লা শওকত আলী, আজমল আহমেদ তপন, বেগ লিয়াকত আলী, মলিক আবিদ হোসেন কবির ও শেখ সিদ্দিকুর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা ও নুর ইসলাম বন্দ; আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আইয়ুব আলী শেখ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শ্যামল সিংহ রায়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মকবুল হোসেন মিন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ফজলুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেডএ মাহমুদ ডন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম চান ফারাজী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. খন্দকার মজিবর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাড. অলোকা নন্দা দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আকবর টিপু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খান, শ্রম সম্পাদক মোঃ ইউনুচ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল ও মোঃ আশরাফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, উপ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, কোষাধ্যক্ষ শেখ নুর মোহাম্মদ। নির্বাহী সদস্যরা হলেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি, আবুল কালাম আজাদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাহাজাদা, আমিনুল ইসলাম মুন্না, আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মোঃ মোশারফ হোসেন, মোজাম্মেল হক হাওলাদার, আব্দুল্লাহ হারুন রুমি, আলী আজগর মিন্টু, এ্যাড. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, স ম রেজওয়ান, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির মোঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মনিরুল ইসলাম বাশার, শহিদুল ইসলাম বন্দ, এসএম আনিসুজ্জামান, মনিরুজ্জামান খান খোকন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, মাকসুদ আলম খাজা, মকবুল হোসেন বকু মোল্লা, অধ্যাপিকা রুনু ইকবাল, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, হাসান ইফতেখার চালু, (মৃত) অমিয় সরকার গোরা, মজিবুর রহমান শামীম, তারিকুল ইসলাম, কাজী জাহিদুল ইসলাম, সামছুজ্জামান মিয়া স্বপন ও কাজী মুজিবুল হক। উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর নগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন