রাজশাহী মহানগরের আলুপট্টি এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় আজ শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, সকালে নিহত ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পাশাপাশি ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন