মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

খিলগাঁয়েও পাওয়া যাচ্ছে রকমারী ইফতারি

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলগাঁও ইফতারির জন্য খুব প্রসিদ্ধ নয়। তবে এবছর খিলগাঁওয়ের রেস্তোরাঁগুলোতে রকমারী ইফতারি পাওয়া যাচ্ছে। গুলশান, বনানী বা ধানমন্ডির মতো অভিজাত এলাকার ইফতারি সামগ্রী দিয়ে এসব রেস্তোরাঁগুলো সাজানো হয়েছে।
দুপুরের পর থেকেই বাহারী রঙের ইফতারিতে সাজতে থাকে খিলগাঁওয়ের রেস্তোরাঁগুলো। এই রেস্তোরাঁগুলো গড়ে উঠেছে খুব অল্প সময়ে। এলাকার জনপ্রিয় কফির দোকান ‘আপন কফি হাউজ’কে কেন্দ্র করেই এবছর রেস্তোরাঁগুলো ইফতারির পসরা সাজিয়েছে।
ফিশ ফিশ : ১৪টি খাবার মিলিয়ে ইফতার প্ল্যাটার সাজিয়েছে ফিশ ফিশ, দাম দুইশ’ ৭৫ টাকা। এতে থাকছে খেজুর, রোস্টেড আপেল ও আনারস, গ্রিন সালাদ, রাইস পাফ, ফিস ছোলা বুট, ফিস চপ, ফিস কাটলেট, লইট্টা বা চাপিলা মাছের ফ্রাই, বেগুনি, সবজি পাকোড়া, সবজি টেমপুর, রাইস পুডিং, লেবুর শরবত এবং পানি। তবে খাবার বাইরে নিয়ে গেলে লেবুর শরবত দেয়া হবে না।
আল ফ্রেসকো : এই রেস্তোরাঁয় মিলবে মোট চার ধরনের ইফতার প্ল্যাটার। প্যাকেজ ‘এ’ এবং ‘বি’ একজনের জন্য, দাম ৩২০ টাকা এবং ৫শ’ টাকা। প্যাকেজ ‘সি’ এবং ‘ডি’র দাম সাড়ে ৭শ’ এবং ৮শ’ টাকা। আর জনপ্রতি ২শ’ টাকায় মিলবে আনলিমিটেড লেমোনেড। প্যাকেজ ‘এ’তে থাকছে চিকেন স্প্রিং রোল, বিফ পটেটো চপ, ক্রাম পটেটো চপ, স্পাইসড পটেটো ফ্রাই, আল ফ্রেসকো চাওমিন, পাকোড়া, ফ্রাইড অনথন, জিলাপি এবং খেজুর।
প্যাকেজ ‘বি’তে মিলবে চিকেন স্প্রিং রোল, বিফ পটেটো চপ, ক্রাম পটেটো চপ, স্পাইসড পটেটো ফ্রাই, আল ফ্রেসকো চাওমিন, পাকোড়া, ফ্রাইড অনথন, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিফ বা চিকেন কারি, জিলাপি এবং খেজুর। প্যাকেজ ‘সি’তে থাকছে চিকেন স্প্রিং রোল, বিফ পটেটো চপ, ক্রাম পটেটো চপ, স্পাইসড পটেটো ফ্রাই, আল ফ্রেসকো চাওমিন, পাকোড়া, ফ্রাইড অনথন, আল ফ্রেসকো ইয়েলো রাইস, আল ফ্রেসকো চিকেন, জিলাপি এবং খেজুর।
প্যাকেজ ‘ডি’তে সাজানো হয়েছে চিকেন স্প্রিং রোল, বিফ পটেটো চপ, ক্রাম পটেটো চপ, স্পাইসড পটেটো ফ্রাই, আল ফ্রেসকো চাওমিন, পাকোড়া, ফ্রাইড অনথন, পাস্তা, পিৎজা, জিলাপি এবং খেজুর।
চেরি ড্রপস: রমজান উপলক্ষ্যে ৬শ’ টাকায় আনলিমিটেড পিৎজার অফার দিয়েছে তারা। সঙ্গে থাকছে বিবিকিউ চিকেন, হট অ্যান্ড স্পাইসি এবং ফোর সিজনস ফ্লোভারের পিৎজা।
গ্রাইন্ড হাউজ: পাঁচটি ইফতার প্ল্যাটার মিলবে এখানে। প্ল্যাটার ১-এর মূল্য ২৯০ টাকা, থাকছে দুইটি স্প্রিং রোল, খেজুর, চিকেন উইংস, মিট চপ, প্রন বল, চিকেন বল, পাকোড়া, মাল্টা, বুন্দিয়া এবং জুস।
প্ল্যাটার ২-এর দাম ৫শ’ টাকা। থাকছে গ্রাইন্ড হাউজ স্পেশাল পাস্তা, খেজুর, মাল্টা, বুন্দিয়া, জুস এবং যেকোনো একটি ডেজার্টের পদ। প্ল্যাটার ৩-এর দাম ৩২০ টাকা আর ডেজার্টসহ নিলে গুনতে হবে ৫২০ টাকা। মিলবে ফ্রাইড রাইস, ভেজিটেবল, বিফ চিলি, গ্রেইভি চিকেন, জুস, খেজুর, মাল্টা ও বুন্দিয়া।
প্ল্যাটার ৪-এর দাম সাড়ে ৩শ’ টাকা। থাকবে গরু অথবা মুরগির মাংসের হারিয়ালি বিরিয়ানি, জুস, খেজুর, মাল্টা ও বুন্দিয়া। প্ল্যাটর ৫-এর দাম ৩২০ টাকা। পাচ্ছেন মুরগি বা গরুর হারিয়ালি কারি, পরোটা, জুস, খেজুর, মাল্টা ও বুন্দিয়া। ডেজার্টে থাকছে ওরিয়ো চিজ কেক, চিজ কেক, মিল্কচকলেট কেক এবং রেড ভেলভেট কেক। সবগুলোরই দাম ২শ’ টাকা।
ক্যাফে থিয়েটার: ৭শ’ টাকায় আনলিমিটেড পিৎজা মিলবে এই রেস্তোরাঁয়। নেয়া যাবে মিট লাভারস, চিকেন লাভারস, চিজ লাভারস ও ভেজি সুপ্রিম ফ্লেইভারের পিৎজা। এছাড়াও আছে ৫শ’ টাকার একটি ইফতার প্ল্যাটার।
এতে থাকবে খেজুর, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, চিকেন সাত্তে, অনিয়ন রিংস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বা প্রন, চিজি স্টিক, ফলের জুস, ড্রিংকস, ওরিয়ো চিজ কেক।
টিউন অ্যান্ড বাইট মিউজিক ক্যাফে: রমজান উপলক্ষে এখানেও মিলবে আনলিমিটেড পিৎজা, গুনতে হবে ৫৫৫ টাকা। পাঁচ বছরের নিচের বাচ্চাদের জন্য পিৎজা মিলবে বিনামূল্যে। এছাড়াও ৪শ’ টাকার ইফতার প্ল্যাটারে আছে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, বিফ কারি, ভেজিটেবল, খেজুর, লেমোনেইড। ডাউনটাউন ক্যাফে: মাত্র ২শ’ টাকায় ইফতার প্ল্যাটার মিলবে এই রেস্তোরাঁ। থাকছে তন্দুরি চিকেন, পরোটা, খেজুর, আপেল, পিঁয়াজু, জিলাপি এবং শরবত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন