শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মানববন্ধনে গোশত ব্যবসায়ীদের অভিযোগ গাবতলী হাটের ইজারাদাররা আইন মানেন না

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর গাবতলী গরুর হাটে ইজারাদারদের হয়রানি ও সরকারের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা মেট্রোপলিটন গোশত ব্যবসায়ী সমিতি। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গোশত ব্যবসায়ীদের সংগঠনটি।
সংগঠনের সভাপতি গোলাম মুর্তুজা মন্টু বলেন, ভারতীয় গরু বিক্রি বন্ধ ও ট্যানারি স্থানান্তর না হওয়ায় চামড়া বিক্রি হচ্ছে না। তার ওপর গাবতলীর হাটের ইজারাদাররা জুলুম করে খাজনা আদায় করছে। বিচারের নামে ১০-১২ হাজার টাকা জরিমানা করছে। প্রতিবাদ করলে নাজেহাল হতে হচ্ছে।
গাবতলী হাটের ইজারাদাররা আইন মানেন না ও খাজনা নিলে রসিদ দেন না বলেও অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব রবিউল আলম, সদস্য কাজী আনোয়ার হোসেন, খলিলুর রহমান, ফরিদ আহম্মেদ, হাজী আনোয়ার হোসেন, শাহা আলম, মোহাম্মদ ছালাম প্রমুখ।
ইজারাদারদের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখার জন্য সাতদিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করা না হলে ১৯ জুন রোববার রাজধানীতে সব গোশত দোকান বন্ধ রাখা হবে এবং ঈদের পর অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হবে বলে হুমকি দেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন