ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভূয়া ২ পরিক্ষার্থীকে ভ্রাম্যমান আদালত ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ডিগ্রী কলেজে ডিগ্রী (ইংরেজি) পরিক্ষায় ভূয়া ২ পরিক্ষার্থীকে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। এমন খবর পেয়ে ঘটনা স্থলে সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র শাহা উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেলে তাদের আইনের আওতায় এনে ভ্রাম্যমান আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে।
তারা হলেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে রায়হান ও দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা গ্রামের আহসান হাবিবের ছেলে রাহেনুর।
থানা তদন্ত কর্মকর্তা খায়রুল আনাম ডোন বলেন, ভূয়া দুই পরিক্ষার্থীকে পরদিন শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কলেজের সহকারী অধ্যাপক শফিকুল আলম বলেন, পরিক্ষা চলাকালিন সময় সন্দেহ হলে তাদের কাগজ পত্র যাচায় করে দেখা গেছে প্রবেশ পত্রের ছবির সাথে তাদের কোন মিল পাওয়া যায়নি। ফলে তাদের আটক করে আইনের আওতায় এনে বিচার করা হয়েছে।
মন্তব্য করুন