কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে গতকাল রোববার সকালে জিনজিরা বাজারে দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল সহকারী ভ‚মি কমিশনার অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এসময় ৭টি দোকানে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ৭টি দোকানের মধ্যে শাহীনের মুদি দোকান থেকে ৫ হাজার, ভাই ভাই মিজান স্টোর থেকে ৫ হাজার, মুসলিম স্টোর থেকে ৫ হাজার, শান্তা কনফেকশনারি থেকে ২০ হাজার, আল-মদিনা হোটেল থেকে ৫ হাজার, মাসুম কনফেকশনারি থেকে ৫ হাজার এবং একটি পলিথিনের দোকান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল সহকারী ভ‚মি কমিশনার অঞ্জন কুমার সরকার বলেন, দোকানে পণ্যের মূল্য তালিকা না টানানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রিসহ বিভিন্ন অপরাধে দোকানগুলোকে জরিমানা করা হয়েছে। একটি দোকানে নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অপরাধে দোকান মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও দোকান থেকে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন