শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জমি নিয়ে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ আহত ১০

প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বগুড়ার ধুনট উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় স্বামী-স্ত্রীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরি গ্রামের জালাল মোল্লার ছেলে শাহ জামাল সেখ (৫০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৪০), ছোটভাই শাহ আলী (৪০), আবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৬), শামীম হোসেন (৩২), মোনছের আলীর ছেলে নায়েব আলী (৫০), আবুল হোসেন (৬০), সাহেব আলীর ছেলে শফিকুল ইসলাম (২৬), করিম বক্স (২০), ও হায়দার আলী (২৫)।

স্থানীয়রা জানান, আবুল হোসেনের সঙ্গে একই এলাকার শাহজামাল সেখের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আজ সোমবার সকালে পূর্ব গুয়াডহরি গ্রামে সমঝোতা বৈঠক বসে। সালিশী বৈঠক চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু জাফর জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন