দিনাজপুরের পুকুরে ডুবে সিয়াম বাবু নামে সাড়ে তিন বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় উপজেলার হরগোন্দিপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত সিয়াম বাবু উপজেলার কাজিহাল ইউনিয়নের কুশপাইন গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বলে জানা যায়।
গ্রামবাসীরা জানায় নিহত সিয়াম বাবুর পিতা সিরাজুল ইসলাম ও মা রুকসানা বেগম ঢাকায় চাকুরী করার কারণে সিয়ামবাবু নানীর বাড়ীতে ছিল। ঘটনার দিন নানীর চোখের আড়ালে বাড়ির পাশেই একটি পুকুরে নামে সেখানেই ডুবে তার মৃত্যু হয়। এর পর তাকে খুজে না পাওয়ায়,মসজিদের মাইকে মাইকিং করলে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।
এদিকে দিনাজপুরের ফুলবাড়ীতে সুপল টুডু (৪৫) নামে একজন উপজাতি বজ্রপাতে নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে দ সুপল টুডু মাঠে কাজ করার সময় এই বজ্রপাতের শিকার হন। নিহত আদিবাসী সুপল টুডু উপজেলার কাজিহাল ইউনিয়নের পারইল আদিবাসী গ্রামের ভাঙ্গি টুডুর এর ছেলে।
নিহত সুপল টুডুর পরিবারের সদস্যরা জানায় সুপল মাঠে কাজ করার সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হয় এবং বিকট শব্দে বজ্রপাত হয়। সেই বজ্রপাতে আঘাতে তৎক্ষণাত তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন