রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল শুক্রবার দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরির ধাক্কায় পিকনিকের যাত্রী বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৪৬জন যাত্রী পদ্মা নদীতে ডুবে যায়। এদের মধ্যে ৪৫ জন সাতরে ও জেলেদের নৌকার সহযোগিতায় উদ্ধার হলেও ১ যুবক নিখোঁজ রয়েছে।
তার নাম মো. মিলন হোসেন শেখ (২৫)। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ময়ছের মাতব্বর পাড়ার মহি শেখের ছেলে। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতদিয়ার ২ নং ফেরি ঘাট এলাকা থেকে ট্রলার যোগে তারা ঢাকার দোহার উপজেলার পদ্মার তীরবর্তি মিনি-কক্সবাজার এলাকায় পিকনিকের উদ্দ্যেশে যাচ্ছিল। ট্রলার ছেড়ে কিছুদূর যাওয়ার পর ১ নং ঘাট এলাকায় নোঙররত রো-রো ফেরি খানজাহান আলীর সাথে ধাক্কা লাগে। এতে ট্রলারটি মুহুর্তেই উল্টে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা যাত্রীরা সাতরে ও ঘাট এলাকায় থাকা জেলে নৌকার সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু মো. মিলন হোসেন শেখ নিখোঁজ রয়ে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন