সাতক্ষীরা জেলা সংবাদদাতা : জঙ্গি ও সন্ত্রাস দমনে সাতক্ষীরায় পুলিশের সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে এক জেএমবি সদস্য এবং জামায়াত-শিবিরের নয়জন কর্মীসহ মোট ৪৭ জনকে আটক করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জেএমবি সদস্য কলারোয়া উপজেলার রাজপুর গ্রামের সোলাইমান সরদারের ছেলে হাসানুজ্জামান, এটি জানিয়েছে পুলিশ।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদরে ১৮ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৩ জন, কালিগঞ্জে ৪ জন, শ্যামনগরে ৫ জন, আশাশুনিতে ৪ জন, দেবহাটায় ৪ জন এবং পাটকেলঘাটায় ৩ জন রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এস,আই কুমকুম জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন