পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় সাঁড়াশি অভিযানে জেলার ৯ উপজেলার ১১ থানায় পুলিশ বিএনপি ও জামায়াত-শিবির কর্মী সমর্থকসহ বিভিন্ন মামলার ৮১ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডি আই-১ আহসানুল হক জানান, পাবনা সদর ১১, সুজানগরে ৬, আটঘরিয়ায় ৫, বেড়ায় ৫, সাঁথিয়ায় ১০, আতাইকুলায় ৫, আমিনপুরে ৭, ঈশ্বরদীতে ১২, চাটমোহরে ১১, ভাঙ্গুড়ায় ৩ ও ফরিদপুরে ৬ জনকে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) লিটন কুমার সাহা জানান, দেশের চলমান আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পুলিশের তালিকাভুক্ত আসামী, মামলার পলাতক আসামি, বিএনপি-জামায়াত শিবিরের নেতাকর্মী ও সমর্থকসহ নাশকতা সৃষ্টির আশংকাকারীও রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন