শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নওগাঁয় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৬:১৮ পিএম

নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ২টি মোবাইল সেট, ২টি সিমকার্ড এবং ১টি মেমোরী কার্ডসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত হলেন: শহরের চকদেব নুনীয়াপাড়া এলাকার রুমন চৌহান।
র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, রোববার সন্ধ্যায় নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে তাঁর হেফাজতে ছিল বলে স্বীকার করেছেন রুমন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন জানান, অস্ত্র ব্যবসায়ী রুমন চৌহানকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ইসমাইল হোসেন ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৮:২৯ পিএম says : 0
আমরা সাধারণ মানুষ মনে করি দেশে প্রচুর অবৈধ অস্ত্র আছে. জনাব মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাহেবের কোনো পারফর্ম দেখলামনা, অবৈধ অস্ত্র ব্যবহারকারী এবং বিক্রেতাদের প্রতি একটি আত্মসমর্পণ কল প্রয়োজন.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন