পাবনা আদালত চত্বরে বাদী আসামী পক্ষ ও তাদের আইনজীবীর উপর হামলা ও অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
পাবনা বিজ্ঞ শিশু ও নারী নির্যাতন দমন আদালতে আবু সাঈদ মোল্লা ও তার ভাই মো. শহীদ মোল্লা গতকাল সোমবার আদালতে হাজিরা দিতে আসেন। দুপুর সাড়ে ১২ টার দিকে হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় বাদী পক্ষের ক্যাডাররা আসামী ও তার আইনজীবীর উপর হামলা করে। এক পর্যায়ে আসামীপক্ষের আইনজীবী মো. সাইদুর রহমানকে অপহরণ করা হয়। কিছুক্ষণ পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
এ্যাডভোকেট সাইদুর রহমান সাংবাদিকদের কাছে বলেন, আসামীদের হাজিরা নিশ্চিত করে তিনি ও তার মোক্কেল যখন কোর্টের বারন্দায় আসেন এমন সময় আসামীদের উপর হামলা করা হয়। এটি দেখে তিনি এগিয়ে গেলে তার উপর হামলা ও অপহরণ করা হয়। কিছুক্ষণ পর অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, আবু সাইদ মোল্লার সাবেক স্ত্রী তাসমিরা ইয়াছমিন আবু সাঈদ মোল্লা ও তার ভাই শহীদ মোল্লাকে আসামী করে নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করেন। এই মামলায় আসামীরা জামিনে ছিলেন আদালতে চত্ত¡রে এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আইনজীবীরা। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন