শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

চট্টগ্রামের উন্নয়নে এগিয়ে যেতে হবে

সংগ্রাম কমিটির সভায় বক্তারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম


 চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে উল্লেখ করে বক্তারা বলেছেন, চট্টগ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম উন্নয়নের জন্য নিষ্ঠার সাথে কাজ করে গেছেন মোহাম্মদ ইউসুফ চৌধুরী। গত রোববার পূর্বকোণ সেন্টারের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি স্থায়ী পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা একথা বলেন। সভায় বক্তারা তাকে জাতীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান।

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির কার্যনির্বাহী সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধক ছিলেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি স্থায়ী পরিষদের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ইসমাইল খান, চুয়েটের ভিসি অধ্যাপক ড. রফিকুল আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনূছ, চট্টগ্রাম ভেটেরিনারি এÐ এনিমেল সাইন্সেস বিশ^বিদ্যালর সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. এ কে এম সাইফুদ্দিন, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির উপদেষ্টা এডভোকেট রানা দাশগুপ্ত, সাবেক সংসদ সদস্য সাবিহা মূছা, লায়ন নাজমুল হক মিয়া, মাহফুজুল হক শাহ, এডভোকেট আবু নাসের তালুকদার। সভা সঞ্চালনা করেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন