শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

পদ্মা ব্যাংকের ডিএমডি হিসেবে যোগ দিলেন ইমতিয়াজ উদ্দিন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ৫:৪৯ পিএম

পদ্মা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকে এসইভিপি, হেড অব রিটেইল, এসএমই এবং অ্যাগ্রিকালচার ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। শনিবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে বিএসএস অনার্স ও এমএসএস সম্পন্ন করেন। পরে এশিয়ান ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে এমবিএ করেন। দীর্ঘ ২৩ বছরের ব্যাংকিং পথচলায় তিনি রিটেইল ব্যাংকিং, এসএমই, অ্যাগ্রিকালচার ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং ও ব্রাঞ্চ ব্যাংকিং পরিচালনা করে আসছেন। প্রিমিয়ার ব্যাংক ছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, ইবিএল এবং ঢাকা ব্যাংকসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে নেতৃস্থানীয় ভূমিকায় কাজ করেছেন তিনি। তিনি বর্ণিল কর্মময় জীবনে দেশ ও বিদেশে অনেক পেশাগত ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নেন। নতুন উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে পদ্মা ব্যাংকের কেন্দ্রীয়করণ বিপ্লব আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন