মঙ্গলবার ১৫ অক্টােবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

এজি পাম্পের প্রথম ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৩, ৬:০০ পিএম

দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্যানটেক লিমিটেডের সহযোগি প্রতিষ্ঠান বিটিএল ইন্টারন্যাশনাল এর (এজি পাম্পের) প্রথম ডিলার কনফারেন্স-২০২২ রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ ক্রয় অর্জনকারী ডিলারদের মাঝে মোট চারটি ক্যাটাগরিতে টপটেন পুরষ্কার প্রদান করা হয়। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আমীর হুসাইন। উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব জুবায়ের, পরিচালক জাকারিয়া আহমেদ, সি ও ও আবু কায়্ছার ও কোম্পানির অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির- জেনারেল ম্যানেজার সেলস শামীম মিয়া। ডিলারদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিলাররা। ব্যবস্থাপনা পরিচালক নাজমুস সাকিব জুবায়ের বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন এজি পণ্য সামগ্রী ক্রেতা সাধারণের হাতে পৌঁছানোর ক্ষেত্রে সেতুবন্ধন হিসাসে কাজ করছেন ডিলাররা। এজির পণ্য সামগ্রীর প্রতি ক্রেতা ও ডিলারদের আস্থার জন্য সবার প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করতে বিটিএল ইন্টারন্যাশনাল সবসময় বদ্ধপরিকর।

সভাপতির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান মুহাম্মদ আমীর হুসাইন অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং সবার ব্যবসায়িক সমৃদ্ধি ও সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলা করে সবাইকে একসাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Md.Tofazzal Hossain ৫ মার্চ, ২০২৩, ৭:৫৮ এএম says : 0
AG pump & others product will be share in the development of Bangladesh with visson 41
Total Reply(0)
Md.Tofazzal Hossain ৫ মার্চ, ২০২৩, ৭:৫৮ এএম says : 0
AG pump & others product will be share in the development of Bangladesh with visson 41
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন