আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা জানানো হয়। আমিরাত থেকে গতকাল (সোমবার) সকালে বাংলাদেশ বিমানে চট্টগ্রাম আসেন তারা। পিএইচপি ফ্যামেলীর চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আনজুমান ট্রাস্টের নেতৃবৃন্দ অতিথিদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে মোটর শোভাযাত্রাসহকারে তাদের ষোলশহরস্থ আলমগীর খানকায় নিয়ে আসা হয়। সেখানে তাদের লালগালিচা ও ফুলেল সংবর্ধনা জানানো হয়। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন গাউসিয়া কমিটির উদ্যোগে আগামী শুক্রবার দাওয়াতে খায়ের মাহফিলে অংশগ্রহণের উদ্দেশে তারা চট্টগ্রাম আসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন