বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি পণ্য বিক্রি উত্তরার স্বপ্ন ও খাজানা হোটেলের জরিমানা

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার ৩ ও ৬ নং সেক্টরসহ এর আশপাশের এলাকায় মোবাইল কোর্ট চালানো হয়েছে। এ সময় স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর, খাজানা হোটেলসহ বেশ কয়েটি প্রতিষ্ঠানের দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং ১০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
গতকাল (মঙ্গলবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা (আনিক) ও নির্বাহী ম্যাসিস্ট্রেট মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা-বাসি পণ্য বিক্রির দায়ে উত্তরার স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরকে ও খাজানা হোটেলকে ৫০ হাজার টাকা করে জরিমান করা হয়। এছাড়াও অন্য ৬টি দোকানকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উত্তরা বিডিআর বাজার এলাকার প্রায় ১০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন