শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বন্দর উন্নয়নে সব ধরনের অবকাঠমো গড়ে তোলা হবে

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বেনাপোল স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনায় গতি আনতে উপদেষ্টা কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বন্দর চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন খুলনার ডিআইজি মুহিদ হোসেন, খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার হাবিবুর রহমান, যশোরের জেলা প্রশাসক বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য আনোয়ার হোসেন বিপুল, যশোরের পুলিশ সুপার মঈনুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল। বৈঠকের আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী বেনাপোল বন্দর পরিদর্শন করেন। আর বৈঠকশেষে তিনি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।

মন্ত্রী বলেন বতর্মান সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। ভারতের সাথে আমাদের সম্পর্ক অতীতের চেয়ে অনেক ভালো। ভারতের সাথে বানিজ্যে বাংলাদেশ থেকে বেশি বেশি পণ্য রফতানি হচ্ছে। বেনাপোল বন্দরে আগামী এক মাসের মধ্যে সব ধরনের অবকাঠামো উন্নয়ন করা হবে। ভারত গমনাগমনকারি পাসপোর্ট যাত্রীদের সুবিধার জন্য বেনাপোল ইমিগ্রেশনের পরিধি বাড়ানোসহ যাত্রী সেবার মান আরো বাড়ানোর জন্য সংশ্লিস্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। নতুন করে ভারতীয় ট্রাক টার্মিনাল ও জমি অধিগ্রহন করারও নির্দেশনা প্রদান করেন তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন