বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ক্যাসিনো অভিযান সম্পর্কে পর্যটন মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সর্তকতার আহবান এডভোকেট আব্দুর রকিবের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ৭:২২ পিএম

ক্যাসিনোতে এবং ক্লাব সমূহে জুয়া খেলার মাধ্যমে দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিক্ষিপ্ত করার পর সরকার ইসলাম, সমাজ ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপে লিপ্ত জুয়াড়িদের বিরুদ্ধে সরকারের ক্যাসিনো অভিযান দেশের সর্বমহলে প্রশংসিত। ক্যাসিনো জুয়া খেলার মাধ্যমে বিগত দিনে বাংলাদেশের কয়েক লক্ষ হাজার কোটি টাকা লুটে নিয়েছে জুয়াড়ী। বিদেশী পর্যটকগণ এবং দেশের বৃত্তবান যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্যাসিনোতে জুয়াড়িদের আড্ডাখানায় পরিণত করা হয়েছে। দেশ ও জাতিকে এই জঘন্য অপরাধ এবং দেশের অর্থনীতিকে পঙ্গু ও ধ্বংস করার মাধ্যমে সর্বপ্রকার জুয়া খেলাকে চিরতরে বন্ধ এবং জুয়াড়িদের আড্ডাখানা সমূহকে চিরতরে উৎখাত করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল মন্ত্রণালয় সমূহের প্রতি আহবান জানিয়ে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট এক বিবৃতিতে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন, এই জঘন্য অপরাধকে চিরতরে উৎখাত করার উদ্দেশ্যে এই মহৎ উদ্যোগকে দেশের সকল বিবেকবান ঈমানদারগণ স্বতঃস্ফ‚র্ত সমর্থন দিয়ে যাচ্ছেন। এই সময়ে পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন কথা দেশবাসী সহ্য করবে না। এই জন্য ক্যাসিনো অভিযান ব্যর্থ করার সর্বপ্রকার অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার জন্য সরকারের সকল মহলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন