শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত অর্ধশতাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:২৮ পিএম

ইরানের জাহেদান শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯২ জন। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনটিতে ২৫০ জন যাত্রী ছিলেন। পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদান শহর থেকে ট্রেনটি রাজধানী তেহরানে যাচ্ছিল। জাহেদান শহর থেকে রাজধানী তেহরানের দূরত্ব ১,৫০০ কিলোমিটার। ইরানের রেলওয়ে কোম্পানি তিন নারী এবং এক পুরুষের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

সিস্তান-বালুচিস্তান শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানান, ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, শুরু এলাকার বালুময় রেল লাইনের উপর দিয়ে ট্রেনটি যাওয়ার সময় একটি ওয়াগন ছিটকে যায়। ওই এলাকায় প্রায়ই মরুঝড় হয় এবং বালিতে রেললাইন ঢেকে যায়।

সূত্র : পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন