ফেনী জেলা সংবাদদাতা : জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে আটক দুই শিশুকে ৭১ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর মঙ্গলবার রাতে ২ শিশুকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ফেরত দেয়া দুই শিশুরা হলো- ইমাম হোসেন শুভ (১০) ও কোব্বাত নয়ন (১১)।
জানা গেছে, গত ৩ এপ্রিল খেলার জন্য সীমান্ত পার হয়ে যায় বাউরখুমা তালুকপাড়ার আবদুল মান্নানের ছেলে শুভ ও একই এলাকার আবদুল মোমিনের ছেলে নয়ন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে দফায় দফায় যোগাযোগ করা হলে মঙ্গলবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন