শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দিনাজপুরে জেএমবি সদস্যসহ গ্রেফতার ৭৬

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস : জঙ্গি ও সন্ত্রাস দমনে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে দিনাজপুরে জেএমবি’র একজন সদস্যসহ ৭৬ জন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওমর ফারুক (৩৫) নামে একজন জেএমবি সদস্য এবং একজন জামায়াত ও একজন শিবিরের সদস্যসহ অন্যরা সকলেই বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ১৩ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।জেএমবি’র সদস্য ওমর ফারুক (৩৫) বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল প্রাণ নগর এলাকার ইয়াসিন আলীর ছেলে বলে পুলিশ জানায়।
দিনাজপুর পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী অভিযান চলছে। এরই অংশ হিসেবে একজন জেএমবি সদস্যসহ ৭৬ জন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আজ বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন