শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

মাউশিতে ভোগান্তি, বিড়ম্বনা

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা তথা সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের বিভিন্ন দাপ্তরিক ও প্রশাসনিক কাজে যেতে হয়। কিন্তু মাউশিতে প্রবেশমাত্র সেখানে কর্তব্যরত কর্মকর্তাদের হাতে প্রায়ই বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের নানাবিধ ভোগান্তি, বিড়ম্বনা ও কখনও কখনও দুর্ব্যবহারের শিকার হতে হয়। অথচ মাউশি কর্তৃপক্ষ ও মন্ত্রণালয় এসব বিষয়ে জানা সত্তে¡ও অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা দেখায়। আবার কখনও মিডিয়ার চাপে অভিযুক্ত কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলি করলেও তারা আবার আগের অবস্থায় ফিরে আসে।
শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর কাছে অনুরোধ, শিক্ষা মন্ত্রণালয় ও মাউশিতে শুদ্ধি অভিযান চালানো দরকার। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি।
মো. আব্দুল্লাহ আল মামুন
কোটবাড়ী, কুমিল্লা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন