শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এমপিওভুক্ত হলেন আরও ৭১ শিক্ষক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৫২ পিএম

নতুন করে এমপিওভুক্ত হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ৭১ শিক্ষক। চলতি সেপ্টেম্বর মাস থেকে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এসব শিক্ষকদের এমপিও কার্যকর হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৫ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৫৬ জন শিক্ষক রয়েছেন।
জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৬ষ্ঠ সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গত ২৩ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক দুইটি আদেশ জারি করা হয়।
গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৭১ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভুক্তি করার সিদ্ধান্ত নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন