নতুন করে এমপিওভুক্ত হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরও ৭১ শিক্ষক। চলতি সেপ্টেম্বর মাস থেকে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এসব শিক্ষকদের এমপিও কার্যকর হবে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে এইচএসসি বিএম শিক্ষাক্রমের ১৫ জন এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের ৫৬ জন শিক্ষক রয়েছেন।
জানা গেছে, এমপিও অনুমোদন কমিটির ৬ষ্ঠ সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গত ২৩ সেপ্টেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক দুইটি আদেশ জারি করা হয়।
গত বছর জারি করা এমপিও নীতিমালার আলোকে এ ৭১ শিক্ষকের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভুক্তি করার সিদ্ধান্ত নেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন