বিশেষ এক ধরণের গিরগিটি প্রজাতির বন্য প্রাণী তক্ষক ধরে রেখে এর বিশেষ গুণাগুন ও দূর্মুল্য বর্ণনা করে লোক ঠকানোর অভিযোগ ছিল বগুড়ার শেরপুর উপজেলা যুবলীগ সভাপতি ও শহরের বারদুয়ারী পাড়ার তারিকুল ইসলাম তারেকের ছেলে মোঃ শামসুজ্জোহা বিন তারেক নিয়ন (২০), উপজেলার চকধলী গ্রামের মৃত দলিল উদ্দিন মন্ডলের ছেলে মোঃ নূরুন্নবী (৫০) ও একই উপজেলার মির্জাপুর গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ মাকেজ আলী শেখ (৩২) এর বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর (সোমবার ) বিকেলে শেরপুর থানার বারদুয়ারী পাড়াস্থ মোঃ শফিকুল ইসলাম রাঞ্জু এর ৫তলা বিল্ডিং এর চর্তুথ তলায় অভিযান পরিচালনা করে র্যাব। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ৩ জন সহ শফিকুল ইসলাম রঞ্জু সহ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয় । মঙ্গলবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এই গ্রেফতার বিষয়ে জানান হয় এবং আটককৃতদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংক্রান্ত আইনে মামলাও করা হয় ।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে । আটক তক্ষক গুলোকে বন বিভাগের হাতে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি ।
উল্লেখ্য দুর্লভ প্রজাতির বন্য প্রাণী তক্ষকের বিশেষ গুনাগুন ও এর আন্তর্জার্তিক বাজারে অকল্পনীয় মুল্যের কথা বলে সরল প্রাণ ধনী ব্যক্তিদের ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়ার প্রচলন অনেকদিন ধরেই চালু আছে । বহু মানুষ প্রতিনিয়ত প্রতারিতও হচ্ছে বলে জানিয়েছে পুলিশের একটি সুত্র ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন