শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

কৃষি ও পল্লী ঋণের সুদহার কমালো কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : কৃষি ও পল্লী ঋণ বিতরণে নতুন সুদহারের সীমা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমান সুদহার তুলনায় ১ শতাংশ সুদ কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত এক সার্কুলারে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে পুননির্ধারিত সুদহারের সীমার কথা জানানো হয়েছে। এ সার্কুলারে বলা হয়, আমানত ও ঋণের সুদহার এ নিম্নমুখী প্রবণতা বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে কৃষি ও পল্লী ঋণের সুদ হার এর ঊর্ধ্বসীমা ১১ শতাংশ থেকে নামিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন