শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম


কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা ও থানা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে উচ্ছেদ অভিযানকালে বাজারের ব্যবসায়ী, সাংবাদিক ও পথচারীসহ বিপুল সংখ্যক উৎসুক মানুষ উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধ সুবিধাভোগী ব্যবসায়ীরা নাখোশ হলেও সাধারণ মানুষ, নারী-পুরুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন। সকালে শিক্ষা প্রতিষ্ঠানগামী ছাত্রী, নারী-শিশুরা ফুটপাত দিয়ে হাটলে বখাটে দোকানদার ও যুবকরা তাদের উত্ত্যক্ত করতো। গতকাল বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে ৭টি রেকার দিয়ে উচ্ছেদ অভিযান করা হয়। এ সময় মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ, চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকসহ হাজার হাজার উৎসুক মানুষ উপস্থিত ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন