শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

প্রশাসকের অধীনেই বায়রার নির্বাচন হবে

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার আগামী ২০১৬-২০১৭ নির্বাচন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসকের অধীনেই অনুষ্ঠিত হবে। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই নির্দেশনা দিয়েছে। আদালতের আদেশে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে নির্বাচন করতে বলা হয়েছে। আদালতের আদেশে নির্বাচন করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালককে বায়রার প্রশাসকের দায়িত্ব নিতে বলা হয়েছে। তবে এই সময়ে বায়রার নির্বাহী কোনো কার্য সম্পাদন করতে পারবেন না প্রশাসক। শুরু নির্বাচনী বিষয়টিই তিনি দেখভাল করবেন। আগামী ১৪ জুলাইয়ের মধ্যেই নির্বাচন করতে হবে, কোনো অবস্থাতেই নির্বাচনের তারিখ পেছানো যাবে না বলে আদালত নির্দেশ দিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন