রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর বনেদি হোটেল-রেস্তরাঁয় গতকাল দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে চারটি হোটেলে বাসি খাবার রাখার দায়ে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নগরীর হোটেল নাইসের দ্বিতীয় তলায় অবস্থিত হোটেল অহনায় বাসি খাবার রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা, কেএফসিতে বাসি খাবার রাখার দায় ও পুরাতন তেল ব্যবহারের অভিযোগে ৫ হাজার টাকা, রহমান’স্ ফাস্টফুডকে বাসি খাবার রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা এবং ফ্লেবার্স ক্যাফে লাউঞ্জকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মাহবুবুর রহমান এ জরিমানা আদায় করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন