শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বসানো হয়েছে রিঅ্যাক্টর স্থাপনের কাঠামো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

পাবনা থেকে মুরশাদ সুবহানী : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম


 পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বসানোর কাঠামো স্থাপনের জটিল কাজটি সম্পন্ন হয়েছে। এই কাঠামোটির মূল কাজ রিঅ্যাক্টরকে যথাস্থানে দৃঢ়ভাবে ধরে রাখা ও ভার বহন করা।
রাশিয়ার পারমাণবিক শক্তি কর্পোরেশন (রসাটম)-এর প্রকৌশল শাখা এটমস্ত্রয় এক্সপোর্ট -এর প্রণীত নকশা অনুসারে কাঠামোটি স্থাপন করা হয়েছে।

এটমস্ত্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিন্ডেট ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নির্মাণ প্রকল্পের পরিচালক সের্গেই লাসতচকিন জানিয়েছেন, এটি একটি জটিল ও সূক্ষ কাজ। যথাযথ সর্তকতার সাথে আমার এই কাজটি নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন করতে সক্ষম হয়েছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ২০২০ সালে রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছাবে।

উল্লেখ্য: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকার সবোর্চ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসা হচ্ছে । ইতোমধ্যে এর সামনে, রাস্তার ওপারে অবস্থিত বিভিন্ন স্থাপনা তুলে দেয়া হয়েছে। জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকাটি বৃত্তাকারে ৫ কিলোমিটারের নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হবে। তাহলে লালন শাহ সেতু, রূপপুর গোল চত্বর, লক্ষীকুন্তার কিছু এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলে আসবে। এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চলে লালন শাহ সেতু দিয়ে চলাচলকারী সড়ক রাস্তাটি ঘুরিয়ে নেওয়া হতে পারে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন